ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মনোনয়নপত্র জমা দিলেন মনজুর আলম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
মনোনয়নপত্র জমা দিলেন মনজুর আলম

চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রার্থী মনজুর আলমের পক্ষে বিভাগীয় কমিশনার দপ্তরে মনোনয়নপত্র জমা দেন তাঁর ছেলে মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, আব্দুল করিম, হাজী মোহাম্মদ ইদ্রিস, আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারিছ, মাওলানা মতিউর রহমান, মাওলানা সৈয়দ বশির উল্লাহ, দিদারুল আলম, জাহিদুল আলম ।  

এদিকে বৃহস্পতিবার সকালে দেওয়ানহাটস্থ মোস্তফা হাকিম শিল্প গ্রুপের কর্পোরেট ভবনে মনোনয়ন দাখিল উপলক্ষে খতমে কোরানে পাক, খতমে বোখারী শরীফ, দোয়া, মিলাদ মাহফিল, বিশেষ মোজনাত এবং আলেম ওলামাদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিলাদ, কিয়াম ও মোনাজাতের পর স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন। সাথে সাথে প্রস্তাব ও সমর্থনকারীরাও স্বাক্ষর দেন।  

এ উপলক্ষে অনুষ্ঠিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন মোস্তফা হাকিম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের। এ অনুষ্ঠানে আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিয়র রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, আব্দুল করিম, হাজী মোহাম্মদ আব্দুল হাকিম, হাজী মোহাম্মদ ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারিছ, মাওলানা সৈয়দ ইউনুস রজভী, মাওলানা মোবারক হোসেন রেজভী, মাওলানা মোখতার আহমদ, মাওলানা মো. আলী সিদ্দিকী, মাওলানা মাসুদুল হক, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মো. ইয়াছিন আল কাদেরী, মোহাম্মদ নুরুল আবছার সহ অন্যরা বক্তব্য রাখেন।  

সুধি সমাবেশে মনজুর আলম বলেন, চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার ৮টি ওয়ার্ডে প্রায় ৫ লাখ ভোটার। এ এলাকার সর্বসাধারণের ওয়াসার পানি, বিদ্যুৎ, শিক্ষাসহ মৌলিক চাহিদার অনেক যথেষ্ট ঘাটতি রয়েছে। নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ, প্রতিটি ওয়ার্ডে সম উন্নয়নে আমি কাজ করতে চাই।  

তিনি আরও বলেন, আমি একজন মানব সেবক, সেবাই আমাদের ব্রত। মানুষের দুর্যোগ-দুর্বিপাক বিপদে আপদে অতীতের মতই মানুষের সেবা দেব। তিনি তাঁর মহৎ কাজে সহযোগিতা কামনা করেন।  

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা অছিয়র রহমান। এর আগে সাবেক মেয়র মনজুর আলম হযরত শাহ আমানত শাহ (র.) মাজার, হযরত মনছুর আলী শাহ (র.) মাজার, মা-বাবা ও আত্মীয় স্বজনের মাজার ও কবরের জেয়ারত করেন।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।