ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের উন্নয়নে টেলিভিশন চিত্রসাংবাদিকদের ভূমিকা অপরিসীম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
দেশের উন্নয়নে টেলিভিশন চিত্রসাংবাদিকদের ভূমিকা অপরিসীম

চট্টগ্রাম: টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) নগরের নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট চিফ তৌহিদুল আলম, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক বাবুন পাল।

এ সময় উপস্থিত ছিলেন, টিসিজেএ সহ-সভাপতি এমরাউল কায়েস মিঠু, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য যথাক্রমে- সনজীব দে বাবু, হাসান উল্ল্যাহ, মো. পারভেজ রহমান, নাছিরুল আলম, রনি দাশ, সুমন গোস্বামী, অমিত দাশ, রবিউল হোসেন টিপু, মো. আবু জাহেদ, শামশুল আলম বাবু, শীতল মল্লিক উত্তম, রাজীব বড়ুয়া, মোঃ আরশাদ আলী, সৈয়দ আসাদুজ্জামান লিমন, মো. শাহরিয়ার নাজিম, মো. সেলিম উল্ল্যাহ, মোঃ নুর জামাল আতিক, মোঃ নুর হাসিব ইফরাজ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন টিপু, নাজিম উদ্দিন, জেরম গোমেজ রনি, হারুন উর রশিদ, মোহাম্মদ মনসুর, মো. নাজিম উদ্দীন, মো. ইমরান হোসেন ইমু।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জাতির উন্নয়নে টেলিভিশন চিত্রসাংবাদিকদের ভূমিকা অপরিসীম। টেলিভিশন সাংবাদিকরা এই আধুনিক যুগেও প্রতিনিয়ত নিজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুষ্ঠু সংবাদ প্রচার ও প্রসার করছে। টেলিভিশন চিত্রসাংবাদিকরা সবসময় ঝুঁকি নিয়ে ছবি তুলে সত্য ঘটনা জনগণের কাছে তুলে ধরেন। শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করলেও তারা তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত হন। প্রাতিষ্ঠানিক মর্যাদা ও অধিকার আদায়ে ঐকবদ্ধ থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় টিসিজেএ’কে আরো এগিয়ে নিতে হবে।

পরে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।