ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, প্রাণ গেল নারীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, প্রাণ গেল নারীর

চট্টগ্রাম: রাউজানে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশায় থাকা লিপি বেগম (৩৭) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লিপি বেগম (৩৭) রাঙামাটির রিজার্ভবাজার ব্যাটারিগলি এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী।  

এ ঘটনায় আরও আহত হয়েছেন মোহাম্মদ আলী (৩৮), তার স্ত্রী ললিতা বেগম (২৮), তাদের ছেলে হাসান (০৭), হোসেন (০১), হাসনা বেগম (৩২), তার মেয়ে শারমিন আকতার (১৬) ও সিএনজি চালক মো. হান্নান (৩৫)।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। এ এতে আরও কয়েকজন আহত হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রাঙামাটি থেকে ভাগিনার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন ওই নারী। পথে গহিরা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।