ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেক শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, ডিসেম্বর ৮, ২০২৩
চমেক শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ৬১তম ব্যাচের শিক্ষার্থী রামিসা ফারিহা আর নেই।  

শুক্রবার (৮ ডিসেম্বর) ২টা ৫৫ মিনিটে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

২০১৭-১৮ সেশনের এ শিক্ষার্থী চমেকে পঞ্চম বর্ষে অধ্যয়নরত ছিলেন।

চিকিৎসকেরা জানান, রামিসা ফারিহা সাব এরাকনয়েড হেমোরেজে (স্ট্রোক) আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বাদ আসর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে প্রথম জানাযা ও বাদ এশা দ্বিতীয় জানাযা শেষে তাঁকে দাফন করা হয়।

রামিসা ফারিহা ২০১৬ সালে চট্টগ্রামে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

রামিসা ফারিহার মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইউনিট।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।