ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৯, ডিসেম্বর ২৪, ২০২৩
চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে।  

গ্রেফতাররা হলেন, তৌহিদুল ইসলাম ইমন (২৭), আজম খান প্রকাশ সাইফুল (২৮), মো. সাইফুল ইসলাম সুমন (৩০), আরিফুল হোসেন প্রকাশ বাপ্পি (২৩), মো. মুছা (৩৮), মো. শাহীন সুলতান (৩০) ও মো. আনোয়ার হোসেন (৩৪)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদনগর সাংবাদিক হাউজিং সোসাইটির গেইট এলাকায় থেকে একটি প্রতিষ্ঠানের ৬টি লোহার তৈরি শীট পাইল চুরি করে নিয়ে যায় চোরেরা। থানায় অভিযোগ করলে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় সীতাকুণ্ড থানার কেশবপুর এলাকা অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা তৌহিদুল ইসলাম ইমনকে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্য মতে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে
সীতাকুণ্ড থানা এলাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৩ হাজার ৪২৫ কেজি লোহা উদ্ধার উদ্ধার করা হয়। এছাড়া চোরাই কাজে ব্যবহৃত মোবাইল ক্রেন জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।