ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, জানুয়ারি ২, ২০২৪
মীরসরাইয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে

চট্টগ্রাম: চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেল মঙ্গলবার (২ জানুয়ারি) মীরসরাইয়ের পৌরসভা এলাকায় ৯টি ওয়ার্ডে উঠান বৈঠক ও গণসংযোগ করেন।

এসময় রুহেল বলেন, মীরসরাই ইকোনমিক জোনে এলাকার ছেলেদের জন্য চাকরিতে কোটা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

শুধু কোটা নয় এলাকার ছেলেরা যাতে যোগ্য হিসেবে চাকরি পায় সেজন্য তাদের দক্ষ হিসেবে গড়ে তুলতে এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।  

এ সময় উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
 এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।