ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আমাদের সঙ্গে পারবে না, ২০-৩০টা মার্ডার হয়ে যাবে: নদভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
আমাদের সঙ্গে পারবে না, ২০-৩০টা মার্ডার হয়ে যাবে: নদভী ...

চট্টগ্রাম: ভোটের আগে সাতকানিয়া থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের শাসালেন চট্টগ্রাম-১৫ আসনের নৌকার প্রার্থী আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী।  

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নদভীর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়েছে। এসময় তাকে বলতে শোনা যায়, ‘এখন আমার কথা হল যে- আপনারা সাত্তার সাহেব, শিবলী নোমান, ইউনুস সাহেব, আপনারা আমাকে দুইটার মধ্যে একটা কথা বলেন, কালকে থেকে আমরাও কি মাঠে নেমে যাব মারামারিতে? মাঠে নেমে যাব কি-না? আমাদের সাথে পারবে না, কিন্তু ২০ থেকে ৩০ জন মার্ডার হয়ে যাবে।

করবো নাকি আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন’।  

তিনি বলেন, ‘আপনারা আসতেছেন সামরিক সচিব টেলিফোন করার পরে। সামরিক সচিব টেলিফোন করা মানে বুঝেন তো। আমাকে বিভাগীয় কমিশনার সাহেব বলেছেন, ডিসি সাহেব বলেছেন, ডিআইজি মিনা সাহেব বলেছেন- সামরিক সচিব কড়া অর্ডার দিয়েছে। এখন আপনারা কি করবেন না করবেন? এই যে তালিকা দিয়েছি, এই তালিকার যদি পুরো গ্রেফতার না করেন, তাহলে কালকে...’।

ভিডিও’র বিষয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আবু রেজা মো.নেজাম উদ্দিন নদভীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বাংলানিউজকে বলেন, এই ধরনের ভিডিও আমার নজরে এখনও আসেনি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।