ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভোট দিয়ে বাড়ি ফেরার পর বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোট দিয়ে বাড়ি ফেরার পর বৃদ্ধের মৃত্যু ...

চট্টগ্রাম: মিরসরাইয়ে ভোট দিয়ে বাড়ি ফেরার পর করিম উল্লাহ (৮৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকালে ভোট দিয়ে বাড়ি ফেরার সময় অসুস্থবোধ করেন তিনি।

 

করিম উল্লাহ উপজেলার ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলি নেওয়াজ সওদাগর বাড়ির বাসিন্দা।

স্বজনরা জানান, করিম উল্লাহ সকালে ঝুলনপোল বেণীমাধব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।  

৬ নম্বর ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা,  জানুয়ারি ০৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।