ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম আসছেন মঙ্গলবার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম আসছেন মঙ্গলবার 

চট্টগ্রাম: নতুন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম আসছেন।  

চট্টগ্রাম-৭ আসন (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) থেকে পরপর চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ড. হাছান মাহমুদ গত ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

 

এর আগের দুই মেয়াদে তিনি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন।  

মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ শুভেচ্ছা জানাবে।

 

দুপুর ১২টায় রাঙ্গুনিয়ার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটোরিয়ামে নিজের নির্বাচনী এলাকার প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন পররাষ্ট্রমন্ত্রী। বিকেল তিনটায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের ওয়ার্কিং কমিটির সভায় প্রধান অতিথি থাকবেন তিনি।  

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ওয়ার্কিং কমিটির সভায় কার্যকরী কমিটির সব সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগে রাঙ্গুনিয়ার সব কর্মকর্তাকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।