ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নারীদের উজ্জীবিত করতেন ফাহমিদা আমিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, জানুয়ারি ১৭, ২০২৪
নারীদের উজ্জীবিত করতেন ফাহমিদা আমিন

চট্টগ্রাম: জীবনরসিক সাহিত্যিক ফাহমিদা আমিন ছিলেন মানবদরদি। আজীবন মানবকল্যাণে কাজ করেছেন।

জীবদ্দশায় নারীদের কর্মে উজ্জীবিত করে বলতেন, বাহ্যিক সৌন্দর্যের চেয়ে নারীদের কাজের সৌন্দর্যে অনন্য হতে হবে। নারীরা যদি মানবকল্যাণে এগিয়ে আসেন তবে দেশ-জাতি ও সমাজের অনেক পরিবর্তন হবে।

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে বুধবার (১৭ জানুয়ারি) ফাহমিদা আমিনের স্মরণে আয়োজিত সভায় আলোচকরা এসব কথা বলেন।  

এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ক্লাবের সাবেক সভানেত্রী জিনাত আজম, সহসভানেত্রী পারভিন জালাল, সহসভানেত্রী পারভিন চৌধুরী, সহ সম্পাদিকা আক্তারবানু ফ্যান্সি, সদস্যা খালেদা আক্তার চৌধুরী, মর্জিনা আখতার ও শাহরিয়া ফারজানা। ফাহমিদা আমিনকে নিয়ে কবিতা পাঠ করেন কবি ফরিদা ফরহাদ ও আলেয়া চৌধুরী।

শ্রদ্ধা জানান ক্লাবের সহ সভানেত্রী সাবিহা মুসা, ক্লাব কোষাধ্যক্ষ শামীম কাদের সুরমা, সহ কোষাধ্যক্ষ ডা. হাফসা সালেহ,  রোকসানা আক্তার, মেহের আফরোজ হাসিনা, মাইনু নিজাম, আফরোজা বুলবুল তাহের, রোকেয়া চৌধুরী, সাকেরা সাদেক, মুনিরা হুসনা, নাজনীন আরা, সাহানা আখতার বীথি, শাহেদা আকতার (নাসরীন), হাজেরা আলম মুন্নী, রেহানা আকতার জুবিলি, আসমা আহমেদ, লায়লা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।