ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ধামা জুয়েল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, জানুয়ারি ২৪, ২০২৪
দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ধামা জুয়েল গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।  

গ্রেফতার হওয়া মো.জুয়েল প্রকাশ ধামা জুয়েল (৩৫) স্থানীয় কসাইপাড়ার জয়নাল আবেদীন জুনু প্রকাশ জুনু চেয়ারম্যানের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, অস্ত্র আইনে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী মো.জুয়েল প্রকাশ ধামা জুয়েল নগরের বাকলিয়া কালামিয়া বাজারে অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে ধামা জুয়েল।

কারাদণ্ড হওয়ার পর গ্রেফতার এড়াতে নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দ্রুতবিচার আইনসহ ৮টি মামলার তথ্য পাওয়া গেছে। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪ 
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।