ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটে ৯৫ লাখ টাকার ২৮টি গবেষণা প্রকল্পের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
চুয়েটে ৯৫ লাখ টাকার ২৮টি গবেষণা প্রকল্পের অনুমোদন

চট্টগ্রাম: ২০২৪ সালের জন্য ৯৪ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার ২৮টি নতুন গবেষণা প্রকল্পের অনুমোদন দিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। পাশাপাশি ২৪টি গবেষণা প্রকল্প সম্পন্নকারী গবেষকদের স্বীকৃতিস্বরূপ সনদ ও অভিনন্দনপত্র দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে গবেষণা প্রকল্প সম্মাননা ও প্রকল্প সমাপ্তির স্বীকৃতি প্রদান-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

গবেষণা ও সম্প্রাসরণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল ও এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমাল পাল, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচ রাশেদুল হোসেন এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।  

সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী এবং উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।