চট্টগ্রাম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া সেলের সদস্য সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী বলেছেন, 'দেশকে নিয়ে ভেতরে বাইরে চক্রান্ত চলছে। আমাদের আবার হয়তো রাজপথে নামতে হতে পারে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পশ্চিম গোমদণ্ডী হাজীর পুল এলাকায় আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, '৫ আগস্ট এ ৩৬ দিন অভ্যুত্থান হয়েছে। বিপ্লব এরপরে শুরু হয়েছে। বিপ্লব করা দীর্ঘ মেয়াদী পরিবর্তন। জনগণের ভোটাধিকার আদায় করার পরিবেশ সৃষ্টি করার এবং ফ্যাসিবাদের উত্থান যেন আর না হয় তার বিপ্লব চলছে। '
বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আবুর সভাপতিত্বে ও আমির হাসান জুয়েলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়েট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মোজাফফর হাসান সিদ্দিকী তুহিন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, মো.সাজ্জাত হোসেন, ছাত্রদল নেতা আবদুস শুক্কুর রাজা, কৃষক দল নেতা মো.হারিস উদ্দিন, বিএনপি নেতা জুলফিকার ইসলাম, মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম খোকন, কাজী কামাল ও জামাল উদ্দিন।
ফাইনাল খেলায় সেলিম ম্যানসন ফুটবল একাদশ টাইব্রেকারে আলী রজা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন রেফারি মো. তুহিন ও সহকারী রেফারি দায়িত্ব পালন করেন মো. আরফাত।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
বিই/পিডি/টিসি