ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গৃহিণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
গৃহিণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন  প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানার একটি হোটেলে আটকে রেখে এক গৃহিণীকে ধর্ষণের অভিযোগের মামলায় মো. ফরিদ (৪৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

 

মামলার নথি থেকে জানা যায়, নগরের সদরঘাট থানা এলাকায় ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ওই নারীকে ঢাকা থেকে নিয়ে এসে একটি হোটেলে ওঠেন ফরিদ। পরদিন সেখান থেকে গ্রামের বাড়িতে রওনা হওয়ার কথা।

কিন্তু হোটেলে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সদরঘাট থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দিলে মো. ফরিদ অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।  

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বাংলানিউজকে বলেন, চারজন সাক্ষী ও আসামি ফরিদ নিজেও ঘটনা স্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন। আদালত ফরিদকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে ফরিদকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।