ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
অধ্যাপক খালেদ শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা ...

চট্টগ্রাম: সাহিত্য-সংস্কৃতি, গবেষণা ও ইতিহাস-ঐতিহ্য বিষয়ক প্রতিষ্ঠান চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা করা হয়েছে। এ বছর পুরস্কার পাচ্ছেন শিশুসাহিত্যিক সজল আশফাক ও আজিজ রাহমান।

গদ্য বিভাগে ‘প্রজাপতি ব্যাজ’ কিশোর উপন্যাসের জন্য শিশুসাহিত্যিক সজল আশফাক ও পদ্য বিভাগে ‘রঙ লেগেছে পাতায় পাতায়’ কিশোর কবিতা গ্রন্থের জন্য আজিজ রাহমান এ পুরস্কার পাচ্ছেন।

আগামী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।

পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট এবং সনদ।

২৭ জানুয়ারি চট্টগ্রাম একাডেমির পরিচালক প্রাবন্ধিক রেজাউল করিম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমির পরিচালনা পরিষদের সভায় বিচারকদের উপস্থিতিতে পুরস্কার বিজয়ী দুই সাহিত্যিকের নাম ঘোষণা করা হয়। একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক শিশুসাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহাপরিচালক প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, প্রাবন্ধিক নেছার আহমদ, পরিচালক প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া, লেখক সংগঠক জাহাঙ্গীর মিঞা, লেখক সংগঠক এস এম আবদুল আজিজ, কবি প্রাণপ্রকৃতি সম্পাদক শারুদ নিজাম, কবি সুলতানা নুরজাহান রোজী, লেখক এসএম মোখলেসুর  রহমান, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, গল্পকার ফারজানা রহমান শিমু, কবি-ছড়াকার আবুল কালাম বেলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।