ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, ফেব্রুয়ারি ৭, ২০২৪
রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল বৃদ্ধের ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সন্তোষ শীল (৬৫) নামে এক সেলুন দোকানির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার এলাকায় বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সন্তোষ শীল রাঙ্গুনিয়ার সফরভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার এলাকার খগেন্দ্র লাল শীলের ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসিব বাংলানিউজকে বলেন, রাত সাড়ে দশটার দিকে নিখোঁজ হয় সন্তোষ।

রাত ১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।