ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধা ...

চট্টগ্রাম: হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে ঝিনু বড়ুয়া (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনু বড়ুয়া উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সুবল মিস্ত্রী বাড়ির চিত্ত বড়ুয়ার স্ত্রী। তার দুই ছেলে ও তিন কন্যা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাজিরহাট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা ঝিনু বড়ুয়ার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

ছেলে তপু বড়ুয়া জানান, তার মা মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায় সময় বাইরে হাটতে বের হয়ে যেতেন। ঘটনার দিনও সকালে ঘর থেকে বের হয়ে রেল লাইনের দিকে চলে আসেন। এ সময় চট্টগ্রামগামী ট্রেনে কাটা পড়েন।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।