ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিয়ে করতে গিয়ে জরিমানা গুনলো বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
বিয়ে করতে গিয়ে জরিমানা গুনলো বর ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় বিয়ে করতে গিয়ে জরিমানা দিতে হয়েছে এক বর-কে। প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ১৪ বছরের কিশোরী।

 

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর মোহাম্মদ আরিফ ও কনের পিতা জসিম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে কর্ণফুলী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী।

পীযুষ কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে বাল্যবিয়ের সব আয়োজন বন্ধ করি। পরে কনের পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝানো হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।