ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে বসন্ত বরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে বসন্ত বরণ ...

চট্টগ্রাম: প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বসন্ত বরণ, পিঠা উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

 

প্রবর্তক সংঘ বাংলাদেশের সভাপতি ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবর্তক সংঘ বাংলাদেশের সম্পাদক ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, গভর্নিং বডির সদস্য অধ্যাপিকা বিজয় লক্ষ্মী দেবী ও ঝুলন বৈষ্ণব। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোজ কুমার দেব।

আহবায়ক ছিলেন প্রভাষক মোহাম্মদ আতাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মুক্তা দত্ত ও সহকারী শিক্ষিকা অনন্যা চৌধুরী।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী পিন্টু ঘোষ, সুতপা চৌধুরী, অধ্যক্ষ শিমুল দেবনাথ, শুভার্থী চৌধুরী, বর্ণালী দাশ, শ্রীময়ী আদ্রিতা দাশ, অঙ্কিতা সেন। উপস্থিত ছিলেন প্রবর্তক সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য, শিক্ষাবিদ, গুণীজন, সাংবাদিক, প্রভাষক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।