ঢাকা, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিশেষায়িত চিকিৎসায় প্রশিক্ষিত নার্স এখন সময়ের দাবি        

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
বিশেষায়িত চিকিৎসায় প্রশিক্ষিত নার্স 
এখন সময়ের দাবি         ...

চট্টগ্রাম: দেশে প্রতিনিয়তই ক্যান্সার রোগী বাড়ছে। এটি একটি বিশেষায়িত রোগ।

বিষেশায়িত রোগীদের চিকিৎসা সেবায় প্রশিক্ষিত নার্স প্রয়োজন হয়। প্রশিক্ষতি নার্স থাকলে রোগীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা যায়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে নগরের রেডিসান ব্লু’র মোহনা হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ক্যান্সার বিভাগের উদ্যোগে আয়োজিত দেশের প্রথম অনকো নার্সিং কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন। কনফারেন্সে চট্টগ্রাম বিভাগের সরকারি-বেসরকারি প্রায় ১০টি হাসপাতালের শতাধিক নার্স অংশগ্রহণ করেন।       

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক দেশের খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ হাই। উপস্থিত ছিলেন কনফারেন্স আয়োজন কমিটির সভাপতি ও চমেক হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ। স্বাগত বক্তব্য দেন চমেক হাসপাতালের ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলী আসগর চৌধুরী। বিষয় ভিত্তিক আলোচনা করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এনেসথেশিয়া বিভাগের ডা. ওয়াই ওয়াই ম্রোয়, চমেক হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডা.  পঞ্চানন আচার্য্য, এএমসিজিএইচ’র জুনিয়র কনসালটেন্স ডা. হাবিবুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের ডা. রোকসানা রেজা এবং  লায়ন্স হাসপাতালের সহকারি পরিচালক মোছা. ইনসাফি হান্না।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।