ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদা পাড়ের মাটি কাটার দায়ে ১ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
হালদা পাড়ের মাটি কাটার দায়ে ১ জনের কারাদণ্ড ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে হালদা নদীর পাড়ের মাটি কাটার দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (১ মার্চ) সকাল ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের এক্কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়, হালদা পাড়ের মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় আসামি ফজলে আমিনকে গ্রেফতার করা হয়।

পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ফজলে আমিন পশ্চিম সুয়াবিল এলাকার জালাল আহমেদের ছেলে।

ইউএনও মো. মোজাম্মেল হক বলেন, হালদা পাড়ের মাটি কাটার সময় হাতেনাতে একজনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।