ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ার উপজেলা চেয়ারম্যান বাবুলের কবরে বিপ্লব বড়ুয়ার শ্রদ্ধা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
লোহাগাড়ার উপজেলা চেয়ারম্যান বাবুলের কবরে বিপ্লব বড়ুয়ার শ্রদ্ধা 

চট্টগ্রাম: লোহাগাড়ার সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের কবরে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সোমবার (৪ মার্চ) সকালে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য এমএ মোতালেব সিআইপি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম চৌধুরীকে সঙ্গে নিয়ে এ ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

 

লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান গত ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে মালয়েশিয়ার সানওয়ে মেডিক্যাল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবচার চৌধুরী, দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, শহীদুল কবির সেলিম, লোহাগাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইউনুছ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন উর রশিদ, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদোয়ানুল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইমরান হোসেন রকি, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।

প্রসঙ্গত, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জিয়াউল হক চৌধুরী বাবুল-দীর্ঘ ৪০ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের পাশে ছিলেন। তিনি ১৫ বছর লোহাগাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, পরে লোহাগাড়া সদরের ইউপি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ১৭ বছর। সর্বশেষ গত দশ বছর ধরে লোহাগাড়া উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে পালন করছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।