ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দ্রনাথ-আদিনাথ দর্শনে ছুটছেন পুণ্যার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
চন্দ্রনাথ-আদিনাথ দর্শনে ছুটছেন পুণ্যার্থীরা ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম ও কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দির দর্শনে ছুটছেন পুণ্যার্থীরা। শিবচতুর্দশী তিথিতে পূজা উপলক্ষে দেশ-বিদেশের তীর্থযাত্রীদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে এই দুই পুণ্যপীঠ।

পঞ্জিকা মতে, শুক্রবার (৮ মার্চ) শিব চতুর্দশী তিথি রাত ৮টা ৩৫ মিনিট ৪৫ সেকেন্ডে শুরু হয়ে শনিবার (৯ মার্চ)  সন্ধ্যা ৬টা ২৩ মিনিট পর্যন্ত থাকবে। এর আগে থেকেই প্রায় ১২শ ফুট উঁচুতে পাহাড় চূড়ায় চন্দ্রনাথ মন্দির, স্বয়ম্ভুনাথ মন্দির, বীরূপাক্ষ মন্দিরে শিব দর্শন করছেন পুণ্যার্থীরা।

মন্দিরে যাওয়ার আগে ব্যাসকুণ্ডে স্নান করেন ভক্তরা।

এ উপলক্ষে শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। প্রতিবছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে এখানে তিনদিনের মেলা বসে। এবারের মেলায় প্রায় ১০ লাখ তীর্থযাত্রীর সমাগম হবে বলে ধারণা করছেন আয়োজকরা। আজ সীতাকুণ্ড স্রাইন এস্টেট প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।  

সীতাকুণ্ড থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে বাড়বানল কুণ্ড, চন্দ্রনাথ ধামে ওঠার সড়কপথ, মন্দির সড়কপথ, মন্দির সড়ক থেকে চন্দ্রনাথধাম পর্যন্ত এলাকায় ৪৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় বসানো হচ্ছে পাঁচটি ওয়াচ টাওয়ার।  

সীতাকুণ্ড মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, মন্দির সড়ক উন্নয়নের কাজ চলছে। তাই তীর্থযাত্রীদের সতর্কতা অবলম্বন করতে হবে।

এদিকে মহেশখালীর আদিনাথ মন্দিরের শিবচতুর্দশীর মেলা শুরু হয়েছে। ১০ দিনব্যাপী এ মেলা ও শিব পূজায় ভারত, নেপাল, শ্রীলংকা, মিয়ানমারসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তীর্থযাত্রীর সমাগম হবে বলে মেলার আয়োজকরা আশা করছেন।  

আয়োজকরা জানান, আদিনাথ মন্দিরে শিব দর্শন করার জন্য এবার তীর্থযাত্রীরা সরাসরি গাড়িযোগে চকরিয়া বদরখালী হয়ে মহেশখালীর আদিনাথে আসতে পারবেন। এছাড়াও সমুদ্রপথে কক্সবাজার থেকে মহেশখালী আদিনাথ জেটিসহ দুই জেটি হয়ে তীর্থযাত্রীরা মেলায় আসতে পারবেন। মেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত।  

আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দী বলেন, দূর-দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সেবা দেওয়ার জন্য মেলা প্রাঙ্গণে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বলেন, উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান মহেশখালী আদিনাথ মন্দির। মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে থানা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির সভাপতি মীকি মারমা জানান, আদিনাথ মন্দিরের পূজা ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন একটি তদারকি কমিটি গঠন করেছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।