ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে ২২ শিক্ষার্থীর বহিষ্কারের মেয়াদ বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৫
চমেকে ২২ শিক্ষার্থীর বহিষ্কারের মেয়াদ বাড়লো ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ক্যাম্পাসে শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার দায়ে এমবিবিএস ও বিডিএসের বিভিন্ন শিক্ষাবর্ষের ২২ জনের শাস্তি সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে।

চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বহিষ্কারের মেয়াদ বাড়ানো ২২ শিক্ষার্থীর মধ্যে ৫ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে এমবিবিএস ৫৯ ব্যাচের আসেফ বিন তাকি, এমবিবিএস ৫৯ ব্যাচের রিয়াজুল ইসলাম জয় ও এমবিবিএস ৬০ ব্যাচের অভিজিৎ দাশকে। ৩ বছরের শাস্তি পেয়েছেন বিডিএস ৩০ ব্যাচের মো. হাবীবুল্লাহ হাবীব, এমবিবিএস ৬০ ব্যাচের মাহমুদুল হাসান, বিডিএস ৩০ ব্যাচের ইমতিয়াজ আলম, বিডিএস ৩০ ব্যাচের সাজেদুল ইসলাম হৃদয়, এমবিবিএস ৬২ ব্যাচের সৌরভ দেবনাথ, এমবিবিএস ৬২ ব্যাচের সাদ মোহাম্মদ গালিব, এমবিবিএস ৬২ ব্যাচের সাজু দাশ এবং এমবিবিএস ৬১ ব্যাচের এইচআর মাহফুজুর রহমান।

২ বছরের শাস্তি পেয়েছেন এমবিবিএস ৬০ ব্যাচের শামীম আহমেদ ভূঁইয়া, এমবিবিএস ৬০ ব্যাচের ফয়সাল আহমেদ, এমবিবিএস ৬১ ব্যাচের মো. সাইফ উল্লাহ, এমবিবিএস ৬২ ব্যাচের জাবেদুল ইসলাম, বিডিএস ৩০ ব্যাচের এসএম জিয়া উদ্দিন, বিডিএস ৩১ ব্যাচের জাহিদুল ইসলাম জিসান, এমবিবিএস ৬০ ব্যাচের নাইমুল মোস্তফা আকাশ, এমবিবিএস ৬১ ব্যাচের সুমিত চক্রবর্তী, এমবিবিএস ৬১ ব্যাচের মাশফি জুনায়েদ ও এমবিবিএস ৬২ ব্যাচের মো. এনামুল হাসান সীমান্ত। ১ বছরের শাস্তি পেয়েছেন বিডিএস ৩১ ব্যাচের শিক্ষার্থী মো. মাহতাব উদ্দিন রাফি।

গত বছর অক্টোবরে ৭৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। পরে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ৪৭ জন কলেজের একাডেমিক কাউন্সিল গঠিত আপিল বোর্ডে শাস্তি কমানোর আবেদন করে। আবেদনকারীদের অতীতের কর্মকাণ্ড বিশ্লেষণ করে ২৪ জনকে একাডেমিক কার্যক্রমের ফেরার সুযোগ দেওয়া হয়। তবে তারা কলেজের আবাসিক হোস্টেলে থাকতে পারবেন না।  

জানা যায়, শাস্তি কমানো ২৪ শিক্ষার্থী হলেন- এমবিবিএস ৬০ ব্যাচের আরাফাত সিহাব, ৩৪ বিডিএস ব্যাচের শ্রেয়স্কর সাহা, এমবিবিএস ৬৪ ব্যাচের মো. মোস্তফা জামিল, এমবিবিএস ৬৩ ব্যাচের শেখ শামীম হাসান, এমবিবিএস ৬৩ ব্যাচের অগাস্টো দীপ নিলয়, এমবিবিএস ৬২ ব্যাচের মাহিম আহমেদ, এমবিবিএস ৬৫ ব্যাচের ফাতিন আহবাব ইশমাম, এমবিবিএস ৬৪ ব্যাচের মো. তাইফুল ইসলাম তামজেদ, এমবিবিএস ৬৪ ব্যাচের মো. শাহরিয়ার রহমান, এমবিবিএস ৬৩ ব্যাচের শেখ রিমন হোসাইন, এমবিবিএস ৬৩ ব্যাচের তাফহিমুল ইসলাম, এমবিবিএস ৬৩ ব্যাচের সৌরেন বড়ুয়া, এমবিবিএস ৬৩ ব্যাচের মো. মাহফুজুর রহমান, এমবিবিএস ৬৩ ব্যাচের জাকি আল হাসান, এমবিবিএস ৬৩ ব্যাচের রাহুল সুশীল, এমবিবিএস ৬৩ ব্যাচের প্রীতম দে অনিক, এমবিবিএস ৬৩ ব্যাচের রজত আচার্য্য, এমবিবিএস ৬২ ব্যাচের চয়ন দাশ অয়ন, এমবিবিএস ৬২ ব্যাচের এইচএম আসহাব উদ্দিন, এমবিবিএস ৬১ ব্যাচের হাসিন শাওয়াদ রাব্বি, বিডিএস ৩২ ব্যাচের দেবজিৎ বিশ্বাস, বিডিএস ৩১ ব্যাচের মো. এহসানুল কবির রুমন, এমবিবিএস ৬৩ ব্যাচের দীপ্তেশ চক্রবর্তী ও এমবিবিএস ৬৩ ব্যাচের মো. শায়খুল আলম খান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গত বছরের ২৭ অক্টোবর চমেক একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মতে ৭৫ জন শিক্ষার্থীকে ৬ মাস থেকে ২ বছরের বহিষ্কার করা হয়। এরমধ্যে ৪৭ জন শাস্তি কমানোর জন্য আবেদন করেন। একাডেমিক কাউন্সিলের আপিল বোর্ড শুনানি গ্রহণ করে পরবর্তী সময়ে ২৪ জনের শাস্তি কমানো হয়েছে। তাদের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে বাধা নেই। তবে আবাসিক হোস্টেল সুবিধা পাবেন না। এছাড়া অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।