ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়কে মৃত্যুর ফাঁদ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
সড়কে মৃত্যুর ফাঁদ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় সড়ক সংস্কারে ব্যবহৃত লোহার রড গলায় ঢুকে মুহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের বার আউলিয়ার ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীর লোহাগাড়ার পুটিবিলা ওয়াজ উদ্দীন সিকদার পাড়া এলাকার আবু সৈয়দের ছেলে। তিনি পরিবার নিয়ে রাঙ্গুনিয়ার পোমরা গোচরা বাজার এলাকায় থাকতেন।

গোচরা বাজারে মোবাইল সার্ভিসিংয়ের দোকান চালাতেন৷

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, বন্ধুদের নিয়ে পোমরা হাজীপাড়া এলাকার ওরশে গিয়েছিল জাহাঙ্গীর। সেখান থেকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ বার আউলিয়ার ঢালা এলাকায় ঘুরতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সড়কটি সংস্কারের জন্য বাঁশ ও লোহার এঙ্গেল দিয়ে দুইদিক থেকে বন্ধ করে রাখা হয়েছিল। দ্রুতগতির মোটরসাইকেল সেখানে গিয়ে পড়লে লোহার রড তার গলার কাছে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যরা প্রাণে বেঁচেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।