ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে জাল ভোট দিতে গিয়ে তরুণ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
বাঁশখালীতে জাল ভোট দিতে গিয়ে তরুণ আটক ...

চট্টগ্রাম: বাঁশখালীর ৪ নম্বর বাহারছড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক এক তরুণকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ মার্চ) সকালে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

দণ্ডপ্রাপ্ত তৌহিদুল (২০) বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরফাত ছিদ্দিকী জানান, ওই ভোটার একবার ভোট দেওয়ার পর আবারও ভোট দিতে গেলে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালায় দোষী সাব্যস্ত করে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  পরবর্তীতে জরিমানা আদায় সাপেক্ষে আসামিকে খালাস করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।