ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্ট্রেলিয়া-সংক্রান্ত আইনগত সেবা মিলবে চট্টগ্রামে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
অস্ট্রেলিয়া-সংক্রান্ত আইনগত সেবা মিলবে চট্টগ্রামে

চট্টগ্রাম: চট্টগ্রামে বসে অস্ট্রেলিয়া-সংক্রান্ত আইনগত সকল সেবা নেওয়ার সুযোগ তৈরি করেছে ‘লুমিনেজ লিগ্যাল গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠান।  

শুক্রবার (৮ মার্চ) রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু’র নীলগিরি হলে প্রতিষ্ঠানটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে।

 

অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার উম্মি ফারজানা সাত্তার, গার্ডিয়ান চেম্বার্সের ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার মাহিন মুক্তাদির রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত বড়ুয়া। এ ছাড়াও চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সদস্য, প্যানেল আইনজীবী, উচ্চশিক্ষা প্রত্যাশী এবং অভিবাসন ও ভিসা বাতিলের বিষয়ে আগ্রহী সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লুমিনেজ লিগ্যাল গ্রুপ অস্ট্রেলিয়ায় পড়তে আগ্রহী এবং যারা অভিবাসন সমস্যার সম্মুখীন তাদের জন্য একটি দুর্দান্ত উদ্যোগ হবে। আশা করছি এর মাধ্যমে অস্ট্রেলিয়া সংক্রান্ত সঠিক সেবাটাই পাবেন চট্টগ্রামের মানুষ।

লুমিনেজ লিগ্যাল গ্রুপের অ্যাডুকেশন কাউন্সেলর হুমায়রা ইসলাম রিদমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেল আইনজীবী জাহেদ সালমুন, সিনিয়র অ্যাডুকেশন কাউন্সেলর তাসনিম আলম, লুমিনেজ লিগ্যাল গ্রুপের পরিচালক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ লুমিনেজ লিগ্যাল গ্রুপের আসন্ন পরিকল্পনা সম্পর্কে তাদের চিন্তাভাবনা সবার সামনে তুলে ধরেন।

তারা বলেন, লুমিনেজ লিগ্যাল গ্রুপটি একটি গতিশীল ফার্ম যা আইনি অনুশীলন, বিদেশে অধ্যয়ন সংক্রান্ত উপদেশ এবং অভিবাসনের বিষয়ে পরিষেবা সরবরাহ করে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো ব্যাপক আইনি, শিক্ষাগত এবং অভিবাসন সংক্রান্ত সহায়তা করা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।