ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু টানেলের ওয়্যার হাউজের পরিত্যক্ত গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
বঙ্গবন্ধু টানেলের ওয়্যার হাউজের পরিত্যক্ত গুদামে আগুন

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কনস্ট্রাকশন ওয়্যার হাউজের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

রোববার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশনের গুদামে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

এদিকে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে টানেল কর্তৃপক্ষ জানিয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। কিছু কাঠ ও পরিত্যক্ত কনস্ট্রাকশনের সরঞ্জাম ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।