ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

স্বজনহারা শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিলেন সিএমপি কমিশনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, এপ্রিল ১১, ২০২৪
স্বজনহারা শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিলেন সিএমপি কমিশনার ...

চট্টগ্রাম: ওরা একটি চিঠি লিখেছে। সবার আবেগ-অনুভূতিকে এককাট্টা করে নতুন জরির সুতোয় বাঁধানো চিঠি।

লিখেছে তাদের বাবাকে, তাদের অভিভাবককে। যিনি তাদের জন্য ঈদের পোশাক না কিনে, তাদের সাথে ঈদের সেমাই ভাগাভাগি না করে ঈদ করেন না।
তিনি হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। এ চিঠিটি পড়ছিল যে ছোট্ট মেয়েটি সে শুধু নিজেই কাঁদেনি, কাঁদিয়েছে সবাইকে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) নগরের খুলশী এলাকায় অবস্থিত উপলব্ধি ফাউন্ডেশনের শিশু নিবাস 'ঝরা পাতা'য়  স্বজনহারা কন্যাশিশুদের সঙ্গে ঈদ উদযাপন করলেন সিএমপি কমিশনার। সঙ্গে ছিলেন পুনাক, সিএমপির সভানেত্রী রীতা দাস।  

পরে সবাই মিলে মাদুর পেতে, তাদের সঙ্গে এক কাতারে বসে করেন মধ্যাহ্নভোজ। এ যেন সত্যিকারের ঈদ উৎসব।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং 'উপলব্ধি'র সদস্য ও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।