ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
পটিয়ায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেপ্তার ...

চট্টগ্রাম: পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত রোগীকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে হাসপাতালে চিকিৎসককে মারধরের মামলায় রফিক হাসান (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে পটিয়া পৌর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গত বুধবার (১০ এপ্রিল) রাতে পটিয়া পৌরসভার বেসরকারি পটিয়া জেনারেল হসপিটালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।  এসময় কর্তব্যরত ডা. রক্তিম দাশ শরীর ও মাথায় আঘাত পেয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে পটিয়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক এস এইচ খাদেমী বাদি হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন।  

মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সৈয়দকে হুকুমের আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে আছেন- মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মুকুল, মোহাম্মদ টিপু, রফিক হাসান, মোহাম্মদ সৈয়দ সহ ১০-১২ জন।

পটিয়া থানার ওসি জসীম উদ্দিন জানান, পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনার সিসিটিভি ফুটেজে সনাক্ত করে রফিক হাসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।