ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
বাঁশখালীতে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বাঁশখালীতে বোরো চাষের জন্য পাহাড়ি ছড়ায় বাঁধ দিয়ে জমানো পানিতে পড়ে শামীমা সুলতানা (১২) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীমা সুলতানা পূর্ব বৈলছড়ি ৩ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বাংলানিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের কাছ থেকে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তবে এখনো কারো কোন অভিযোগ পায়নি।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।