ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভবনে কাজ করার সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
ভবনে কাজ করার সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা রাজাপুকুর লেইন এলাকায় একটি তিন তলা নতুন ভবনে কাজ করার সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে ভবনের ওপর থেকে পড়ে মো. জাহাঙ্গীর (৪৮) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ভবনের বাইরে রং করার সময় নিচে পড়ে ওই শ্রমিক গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।