ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, এপ্রিল ২১, ২০২৪
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর  ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

 

রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বারইয়ারহাট বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বয়স ৪০-৪২ বছর হতে পারে। তার পরনে লাল হলুদ রঙের শাড়ি, হাতে শাঁখা রয়েছে। গাড়িটি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।