ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেয়াদোত্তীর্ণ ওষুধ-মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
মেয়াদোত্তীর্ণ ওষুধ-মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় আইন অমান্য করে ব্যবসায় পরিচালনা করায় তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় একটি সিএনজি অটোরিকশাকে ডাম্পিং-এ পাঠানো হয়।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানে মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখা এবং ড্রাগ লাইসেন্স এর মেয়াদ না থাকায় মেসার্স লাল গোলাপ মেডিসিন কর্ণার নামে এক ফার্মেসিকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় নমেয়া ও তৈয়ব স্টোর নামক দুটি মুদির দোকানকে ভোক্তা অধিকার আইনের ৩৯ ধারায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও কোনো প্রকার ডকুমেন্টস না থাকা ও রাস্তার আইন অমান্য করে পার্কিং করায় একটি সিএনজি অটোরিকশাকে ডাম্পিং এ পাঠানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়েছে। সাধারণ মানুষের সুরক্ষায় আমাদের নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ভূমি অফিসের নাজির ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।