চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটিতে চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) ও আইন বিভাগের উদ্যোগে সংস্কার, নির্বাচন, সমন্বয়: জাতীয় ঐকমত্যের সন্ধানে বিষয়ক আঞ্চলিক সংলাপ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের সভাপতি ও সিসিআরএসবিডির নিবার্হী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও ইউসিএসআই’র ডেপুটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. একে এনামুল হক।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
পিডি/টিসি