ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইটভাটা মালিককে লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
ইটভাটা মালিককে লাখ টাকা জরিমানা 

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলায় কৃষি জমির মাটি কাটার দায়ে জিবিএম ইট ভাটার মালিক পক্ষের মোহাম্মদ ইসমাঈল নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দক্ষিণ ঢেমসা কলেজ রোডে অবস্থিত জিবিএম ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বাংলানিউজকে বলেন,  অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। সেইসঙ্গে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।