ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদা নদীতে আবারো ভেসে এলো মৃত ডলফিন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
হালদা নদীতে আবারো ভেসে এলো মৃত ডলফিন  ...

চট্টগ্রাম: রাউজানের বিনাজুরি ইউনিয়নে আইডিএফ স্টেশন সংলগ্ন স্থানে হালদা নদীতে ভেসে যাওয়ার সময় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ডলফিনটি আইডিএফ স্টেশনে নিয়ে আসা হয়।

মৃত ডলফিনটির দৈর্ঘ্য পায় ৪ ফুট ও প্রস্থ ২৮ ইঞ্চি এবং ওজন ১১.৮ কেজি।  

উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, এটি সহ এ পর্যন্ত ৪৪টি ডলফিন মারা গেছে।

রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন এবং মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান করেন।  

এটির গায়ে কয়েকটি আঘাতের চিহ্নও দেখা গেছে। ধারালো শক্ত কিছুর সাথে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রধান অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হালদা নদীতে ১৮টি মৃত ডলফিন পাওয়া গেছে। ২০১৮ সালের মার্চ থেকে ২০২০ সালের মধ্যে আরও ১০টি পাওয়া গেছে, ২০২১ সালে পাঁচটি এবং ২০২২ সালে ছয়টি মৃত ডলফিন পাওয়া গেছে। ২০২৪ সালে চারটি ডলফিন পাওয়া যায় মৃত। ২০২৫ সালে ১ম মৃত ডলফিন পাওয়া গেল। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত হালদা নদীতে মোট ৪৪টি মৃত ডলফিন পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।