ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কালুরঘাট সেতুতে লাইটারেজ জাহাজের ধাক্কা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
কালুরঘাট সেতুতে লাইটারেজ জাহাজের ধাক্কা

চট্টগ্রাম: সংস্কারাধীন কালুরঘাট সেতুতে জাহাজ ধাক্কা দিয়েছে এমভি সমুদা ১ নামের একটি লাইটারেজ জাহাজ। এতে সেতুর সঙ্গে আটকে যায় জাহাজটি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা বলেন, কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের এ কে খান ডক ইয়ার্ড থেকে প্রবল স্রোতের প্রবাহে জাহাজ ভেসে এসে সেতুতে ধাক্কা দেয় এবং আটকে যায়।

 

এ ঘটনার খবর পেয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ও সেতুর সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ঘটনাস্থল  পরিদর্শন করছেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বাংলানিউজকে বলেন, আমরা বিষয়টি পরিদর্শন করে দেখছি। কি ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে বলা যাবে আরও পরে জানা যাবে। জাহাজটির কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।