ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৬৫ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যানের হেলপার গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, মে ৩, ২০২৪
৬৫ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যানের হেলপার গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার রেলওয়ে পলোগ্রাউন্ড জামে মসজিদের সামনে থেকে ৬৫ হাজার ইয়াবাসহ মো. তৈয়বুর রহমান ইমন (২০) নামে এক কাভার্ডভ্যানের হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।  

শুক্রবার (৩ মে) বিকেলে সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মো. তৈয়বুর রহমান ইমন (২০), কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার খুরুশকুল হামজার ডেইল এলাকার মো. হোসেন প্রকাশ মাশু ড্রাইভারের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে রেলওয়ে পলোগ্রাউন্ড জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

এ কাভার্ডভ্যান থেকে ৬৫ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যানের হেলপার মো. তৈয়বুর রহমান ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত কাভার্ডভ্যানের চালক মো. করিম কৌশলে পালিয়ে যায়। হেলপার ও চালকের বিরুদ্ধে কোতোয়ালী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মে ৩, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।