ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মৌখিক পরীক্ষা দিতে এসে আটক ৩ ভুয়া পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মে ৮, ২০২৪
মৌখিক পরীক্ষা দিতে এসে আটক ৩ ভুয়া পরীক্ষার্থী ...

চট্টগ্রাম: স্বাস্থ্য সহকারী পদের মৌখিক পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন ৩ জন ভুয়া পরীক্ষার্থী।  

বুধবার (৮ মে) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

 

আটককৃতরা হলেন- মো. জয়নাল আবেদিন চৌধুরী, মো. জাবেদ এবং রনি দাশ। জয়নালের বাড়ি বাঁশখালী উপজেলার কাথরিয়া গ্রামে, জাবেদের বাড়ি চন্দনাইশ উপজেলা পশ্চিম কেশুয়া গ্রামে এবং রনি দাশের বাড়ি লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামে।

 

সুজন বড়ুয়া বাংলানিউজকে জানান, পরীক্ষার প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসেছেন তারা। যাচাই-বাছাইয়ের সময় তাদের প্রতি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন।  

এ বিষয়ে জানতে সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘ভাইবা বোর্ডে’ আছেন বলে জানান।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।