ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে বজ্রপাতে দগ্ধ যুবকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ১৯, ২০২৪
ফটিকছড়িতে বজ্রপাতে দগ্ধ যুবকের মৃত্যু  ...

চট্টগ্রাম: বজ্রপাতে দগ্ধ হয়ে ১২ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে হেরে গেলেন মুহাম্মদ শামসুল আলম (৩৫)। শনিবার (১৮ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

শামসুল আলম ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের সৈয়দ বাড়ির মাস্টার শফীর ছেলে।  

গত ৬ মে ভূজপুর থানার পাশে বজ্রপাতে দগ্ধ হন শামসুল আলম।

তার শরীরের বিভিন্ন অংশ ও মাথা ঝলসে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বলেন, বজ্রপাতে আহত শামসুল শনিবার চমেক হাসপাতালে মারা গেছে। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ১৯, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।