ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিকসে চট্টগ্রামের মারুফের রৌপ্য জয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মে ২৪, ২০২৪
শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিকসে চট্টগ্রামের মারুফের রৌপ্য জয় ...

চট্টগ্রাম: শেখ কামাল ৩৮তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার (বালক) ইভেন্টে ১১.৫০ সেকেন্ড সময় নিয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আলিম হোসেন মারুফ দ্বিতীয় স্থান অধিকার করেছে।

চট্টগ্রাম দলের প্রশিক্ষক হিসেবে টিম পরিচালনা করছেন সাবেক জাতীয় অ্যাথলেট সাংবাদিক এম. সরওয়ারুল আলম  সোহেল।

 
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী প্রতিযোগিতা শুক্রবার (২৪ মে) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়।

 প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ২৪, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।