চট্টগ্রাম: সাতকানিয়ায় নোংরা পরিবেশে খাবার তৈরি ও সেগুলো বাজারজাতকরণের অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযুক্ত চার প্রতিষ্ঠান হলো-সাতকানিয়া পৌর এলাকায় অবস্থিত কবির হোটেল ও জিলানী ফুডস এবং মাদারবাড়ি এলাকার চিটাগাং বেকারি ও দয়াল বেকারি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বাংলানিউজকে বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরোয়ার কামাল, আইন-শৃংখলা রক্ষায় সহায়তা করেন সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা। এছাড়া সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ৯, ২০২৪
বিই/পিডি/টিসি