চট্টগ্রাম: সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে নগরের পাঁচলাইশ থানা এলাকায় ডাকাতের কবল থেকে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তাকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন ভবনের দ্বিতীয়তলা থেকে তাকে উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাসার বর্তমান কর্মচারী সাব্বির (১৯) ও সাবেক কর্মচারী রিয়াদের (২০) সহযোগিতায় একদল ডাকাত লোকমান হাকিমকে জিম্মি করে।
সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান, ঘটনার পর পুলিশের একাধিক টিম ভুক্তভোগীকে উদ্ধারে কাজ করে। একপর্যায়ে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে অনুকূল পরিবেশ সৃষ্টি করে ভুক্তভোগীকে কৌশলে উদ্ধার করা হয় এবং ডাকাতদের দুজন মো. বায়েজিদ শেখ ও মো. আকাশকে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া পলাতক দুজনকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এমআই/টিসি