ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ভ্যান উল্টে আহত কিশোরের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
বোয়ালখালীতে ভ্যান উল্টে আহত কিশোরের মৃত্যু  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে মোটরচালিত থ্রি-হুইলার ভ্যান গাড়ি (ভটভটি) উল্টে আহত কিশোর সিরাজ উদ্দিন ফরহান (১৭) মারা গেছে।  

ফরহান উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা আনু মিয়া পেশকার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে।

সে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।  

শনিবার (১৫ জুন) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহান মারা যায় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো.মোবারক হোসেন।

ওইদিন বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ সারোয়াতলী ইমামুল্লার চর শোকর আলী শাহ মাজার গেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান গাড়ি সড়ক থেকে বিলে ছিটকে পড়ে ফরহানসহ তিনজন গুরুতর আহত হন।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা.নাবিলা উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠান।  

স্থানীয়রা জানান, ফরহান পড়ালেখার পাশাপাশি গাড়ির হেলপার হিসেবে কাজ করতো। ঘটনার দিন সে গাড়ি চালাচ্ছিল। এসময় সড়কে এক শিশুকে বাঁচাতে গিয়ে গাড়ি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১৬, ২০২৪ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।