ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ ...

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি  ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

সোমবার (২৪ জুন) মিছিলটি ওয়াসা মোড় থেকে কাজীর দেউড়ি বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।  

পরে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত করায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইদ্রিস চেয়ারম্যান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসনাত, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাঈনুদ্দিন, হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিক উল আলম, বায়েজিদ থানা বিএনপি সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল শুক্কুর, মহানগর বিএনপির নেতা মাহবুবুর রানা, মো. মহসিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।