ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আকবরশাহ এলাকায় পৃথক ঘটনায় প্রাণ গেল দুইজনের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
আকবরশাহ এলাকায় পৃথক ঘটনায় প্রাণ গেল দুইজনের ...

চট্টগ্রাম: নগরে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আত্মহত্যা করেছেন এক ব্যবসায়ী।

রোববার (৩০ জুন) সকালে আকবরশাহ থানাধীন বাংলা বাজার টোল রোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন মো. জামাল (৩৪) নামের এক যুবক। তিনি ওই এলাকার মো. বদিউল আলমের ছেলে।

আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন বলেন, সকালে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় ওই যুবক বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে যান। সকাল সাড়ে ১১টার দিকে বন্দর ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে রোববার ভোরে উত্তর কাট্টলী চৌধুরী বাড়িতে মো. ওয়াহিদুজ্জামান রিপন (৩৭) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেন। তিনি ওই এলাকার মো. খাইরুল আলমের ছেলে।

আকবরশাহ থানার এসআই মো. মহসিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনও আঘাতের চিহ্ন নেই।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৪ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।