চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়া। নির্বাচন যত দেরিতে হবে ফ্যাসিবাদী গোষ্ঠীর ষড়যন্ত্র তত বাড়তে থাকবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ‘শীতবস্ত্র বিতরণ’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার হরণ করেছে জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ ১৬বছর লড়াই করেছে। প্রতিটি জাতীয় দুর্যোগে বিএনপি জনগণের পাশে ছিল, আগামীতেও থাকবে। দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বিএনপির এই লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে। বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র অতীতেও হয়েছিল, এখনো আছে। কিন্তু বিএনপিকে যারা ধ্বংস করতে চেয়েছিল তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। জনগণের স্বার্থে বিএনপির নেতাকর্মীরা কখনোও আপোস করেনি। কারণ বিএনপির রাজনীতি জনগণের জন্য, জনকল্যাণের জন্য।
পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এস এম আবু কালাম আবুর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক সাইফুল আলম,বায়েজিদ থানা বিএনপি সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আবু বক্কর, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন জুয়েল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ হাসান বাপ্পা, বায়েজিদ থানা সেচ্ছাসেবক দল সদস্য সচিব কাজি মহিউদ্দিন, বায়েজিদ থানা যুবদলের সাবেক সদস্য আমিন উল্লাহ, শাহজাহান লিটন, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ খান টিপু, থানা যুবদলের সদস্য সাজ্জাদ হোসেন সাজু ও থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
এমআই/পিডি/টিসি