ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিতু হত্যা: দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তাকে ফের জেরা ২৪ জুলাই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
মিতু হত্যা: দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তাকে ফের জেরা ২৪ জুলাই  ...

চট্টগ্রাম: আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. কামরুজ্জামানকে জেরা অব্যাহত রয়েছে।  

বুধবার (৩ জুলাই) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে তৃতীয় দিনের মতো জেরা করা হয়।

আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা করেন, কিন্তু শেষ করতে না পারায় আদালত ফের আগামী ২৪ জুলাই জেরার দিন ধার্য করেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলাল চন্দ্র দেবনাথ।  

তিনি বলেন, মিতু হত্যা মামলায় মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা মো. কামরুজ্জামানের জেরা শেষ না হওয়ায় আগামী ২৪ জুলাই জেরার জন্য ধার্য করেছেন আদালত।

এনিয়ে মামলায় মোট ৫১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মো.কামরুজ্জামানের জেরা শেষ হলে হলে ৫২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হবে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। মামলার বাকি আসামিরা হলেন- মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার মুছা ও খায়রুল ইসলাম। ২০১৬ সালে মিতু খুন হওয়ার পর তার স্বামী, সে সময়ের পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বাদী হয়ে মামলা করেছিলেন। নানা নাটকীয়তা শেষে পিবিআইয়ের তদন্তে এখন তিনিই এ মামলার আসামি। সাবেক এসপি বাবুল ঘটনার কিছুদিন আগেই চট্টগ্রাম মহানগর পুলিশে ছিলেন। বদলি হওয়ার পর তিনি ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পরপরই চট্টগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।