ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোটা আন্দোলনের নামে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
কোটা আন্দোলনের নামে সরকারকে বেকায়দায় ফেলতে চায় বিএনপি

চট্টগ্রাম: জামায়াত-শিবির ও বিএনপি কোটা আন্দোলনের নামে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। কিন্তু এটা কখনোই সম্ভব না।

 

বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।  

বক্তারা বলেন, ১৯৭১ সালের রাজাকার ও তার প্রেতাত্মারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়।

তারা কোটা আন্দোলনের মাধ্যমে সরকার পতন করতে চায়। কিন্তু এটা কখনোই সম্ভব না। সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়ে দিয়েছে জামায়াত-শিবির ও বিএনপি। তাদের এ স্বপ্ন কখনই বাস্তবায়ন হবে না। আগেও তারা বহুবার চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি। এখনো পারবে না।

এসময় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।